৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন উপজেলা নির্বাচন: ভোলার তিন উপজেলায় ৩৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ভান্ডারিয়ায় ককটেল ফাটিয়ে ও কুপিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই বরগুনায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনেই আচরণবিধি লঙ্ঘন প্রার্থীদের পাথরঘাটায় মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চিকিৎসা, ৪ জনকে শোকজ কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ডলফিন বাউফলে গর্ভে থাকা ভ্রূণ নষ্ট, স্ত্রীর স্বীকৃতি পেতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন ভোলায় পুলিশে চাকুরী দেওয়ার নামে প্রতারণা : প্রতারক আটক উপজেলা নির্বাচন : গৌরনদীতে তিন প্রার্থীর ব্যতিক্রর্মী প্রচারণা ববিতে সালাতুল ইসতিসকার নামাজ আদায়

নলছিটি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা :

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নলছিটি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মু. আনোয়ার আজীমকে বদলী জনিত বিদায়ী সংবর্ধনা জানিয়েছেন শিক্ষকরা।

মঙ্গলবার (২১ জুন) দুপুরে পৌরসভা হলরুমে তাকে এ সংবর্ধনা দেন নলছিটি উপজেলা মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসার শিক্ষক সমাজ।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মজিবুর রহমান, জুলফিকার আলী ভূট্টো ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আইয়ূব আলী তালুকদার, সরকারি নলছিটি ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. কবির হোসেন মোল্লা ও নলছিটি সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মো. বাহাউদ্দিন।

অনুষ্ঠানের শেষের দিকে আবেগঘন বক্তব্য রাখেন সদ্য বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মু. আনোয়ার আজীম।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. জলিলুর রহমান আকন্দ, সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক খাইরুল বাশার রানা,নান্দিকাঠি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক একরামুল করিম মিঠু মিঞা, খাঘড়াখানা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. জাকির হোসেন,নলছিটি সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ বাহাউদ্দিন ও বি জি ইউনিয়ন একাডেমীর প্রধান অতিথি মোঃ আলী হায়দার। এছাড়াও বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্য শেষে বিদায়ী অতিথির হাতে ক্রেস্ট ও কমপ্লিট সেট তুলে দেয়া হয়।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ জলিলুর রহমান আকন্দ।

সর্বশেষ