৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতার সূচকে আরো দুই ধাপ পেছালো বাংলাদেশ ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ গৌরনদীতে নির্বাচনি সহিংসতায় ইউপি চেয়ারম্যানসহ আহত ৩ কক্ষ পরিস্কার করতে বিলম্ব হওয়ায় মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে জখম ৪৪তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশঃ মৌখিক পরীক্ষা শুরু ৮ মে বিয়ে বাড়িতে কাজীকে চর থাপ্পড় মারলেন বিএনপি নেতা ! তীব্র তাপদাহে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করলো আলীমাবাদ সমাজ কল্যাণ সংস্থা আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন উপজেলা নির্বাচন: ভোলার তিন উপজেলায় ৩৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ভান্ডারিয়ায় ককটেল ফাটিয়ে ও কুপিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই

বরিশালে হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বরিশাল জেনারেল (সদর) হাসপাতালের এক চিকিৎসকের কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে তিন রোগী আহত হয়েছেন। বুধবার (২২ মার্চ) বেলা ১২টার দিকে হাসপাতালে বহির্বিভাগ ভবনের দোতলায় এ ঘটনা ঘটে।

রোগীরা আহত হলেও বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মির্জা লুৎফর রহমান। আহতের মধ্যে সুমাইয়া (২২) নামে রোগী বেশি আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন এই চিকিৎসক।

ডাঃ মির্জা লুৎফর রহমান বলেন, হাসপাতালের ১ নং (বহির্বিভাগ) ভবনের ১৮ নম্বর কক্ষে রোগী দেখছিলাম। বেলা ১২টার দিকে কক্ষে তিনজন রোগী ছিলেন। হঠাৎ করে ছাদের এক অংশের পলেস্তারা খসে পড়ে। এতে তিন রোগীর মধ্যে দুই জনের মাথায় ও একজনের ঘাড়ে পড়ে ফুলে উঠেছে। তবে কেউ রক্তাক্ত জখম হয়নি।

এই চিকিৎসক আরও বলেন, এর মধ্যে সুমাইয়ার মাথায় একটু বেশি আঘাত পেয়েছে। তার মাথা ফুলে রয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মলয় কুমার বড়াল বলেন, একটি দুর্ঘটনা ঘটেছে। এতে চিকিৎসকের কিছু হয়নি। একজন রোগী বেশি আহত হয়েছেন। আহত গুরুতর নয়। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।

দায়িত্বপালনকালে সবাই চরম আতঙ্কের মধ্যে থাকেন জানিয়ে তিনি বলেন, ১নং ভবনটির বয়স একশ’বছরের বেশী হয়েছে। এর আগেও অনেকবার পলেস্তরা খসে পড়ে রোগী ও চিকিৎসক আহত হয়েছেন। ভবনটি মেরামত করে দেওয়ার জন্য একাধিকবার চিঠি দেওয়া হয়েছে।

সর্বশেষ