৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন উপজেলা নির্বাচন: ভোলার তিন উপজেলায় ৩৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ভান্ডারিয়ায় ককটেল ফাটিয়ে ও কুপিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই বরগুনায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনেই আচরণবিধি লঙ্ঘন প্রার্থীদের পাথরঘাটায় মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চিকিৎসা, ৪ জনকে শোকজ কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ডলফিন বাউফলে গর্ভে থাকা ভ্রূণ নষ্ট, স্ত্রীর স্বীকৃতি পেতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন ভোলায় পুলিশে চাকুরী দেওয়ার নামে প্রতারণা : প্রতারক আটক উপজেলা নির্বাচন : গৌরনদীতে তিন প্রার্থীর ব্যতিক্রর্মী প্রচারণা ববিতে সালাতুল ইসতিসকার নামাজ আদায়

মহিলা বিষয়ক কর্মকর্তার রুমে নেই জাতীয় পতাকা, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ভ্রম্যমান প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জের সরকারি অফিসে জাতিরজনক, ও প্রধানমন্ত্রীর ছবি বিহীন চলছে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস, নাই জাতীয় পতাকাও। অভিযোগ উঠেছে, সরকারি নির্দেশনা অমান্য করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টানায়নি মির্জাগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর বেগম।
তবে এসব বিষয় তিনি সাংবাদিকদের কোনো উত্তর দিতে পারেননি। নাম প্রকাশ না করার শর্তে কার্যালয়ের একাধিক কর্মচারী জানান,
নিজের স্বেচ্ছাচারিতার কারণেই তিনি কারো কথা শুনছেন না।
জানা যায়, তিনি গত ২৩ জানুয়ারি যোগদান করে স্থায়ী কার্যালয় থেকে উর্ধতন কর্মকর্তাদের লিখিত অনুমতি ছাড়া আই জি এর চুক্তিবদ্ধ বিল্ডিং আশ্রাফ প্যালেসের একটি কক্ষে অস্থায়ী কার্যালয়ে অফিসের কার্যক্রম চালাচ্ছেন।
অফিসের কর্মচারীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টানানো এবং পতাকা উত্তোলনের কথা একাধিকবার বললেও তিনি এগুলো কর্ণপাত করেননি।অধিকন্ত অযত্নে একটা রুমের ফ্লোরে ফেলে রেখেছে জাতির পিতার ও প্রধানমন্ত্রীর ছবি।
বুধবার (২৯ মার্চ) দুপুর সাড়ে বারোটার দিকে বরিশাল বাণী’র ভ্রম্যমান প্রতিনিধি আশ্রাফ প্যালেসের ওই কার্যালয় গেলে ঘটনার সত্যতা মেলে। দৃশ্যের বেশ কিছু ছবিও বরিশাল বাণী’র হাতে রয়েছে।

সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও কেন ছবি এবং পতাকা টানানো হয়নি এমন প্রশ্নের জবাবে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর বেগম বলেন, আপনাদের কি কি জানার আছে আমাকে বলেন আমি নোট করি, আগামীকাল আপনাদেরকে উত্তর দেওয়া হবে।
এ বিষয়ে পটুয়াখালী জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন সুলতানা বলেন, কি কারণে তিনি এমনটা করেছেন তা তার কাছে অফিসিয়াল ভাবে জানতে চাওয়া হবে। ঘটনার সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ