৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
কক্ষ পরিস্কার করতে বিলম্ব হওয়ায় মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে জখম ৪৪তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশঃ মৌখিক পরীক্ষা শুরু ৮ মে বিয়ে বাড়িতে কাজীকে চর থাপ্পড় মারলেন বিএনপি নেতা ! তীব্র তাপদাহে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করলো আলীমাবাদ সমাজ কল্যাণ সংস্থা আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন উপজেলা নির্বাচন: ভোলার তিন উপজেলায় ৩৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ভান্ডারিয়ায় ককটেল ফাটিয়ে ও কুপিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই বরগুনায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনেই আচরণবিধি লঙ্ঘন প্রার্থীদের পাথরঘাটায় মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চিকিৎসা, ৪ জনকে শোকজ কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ডলফিন

গলাচিপায় জমিজমা সংক্রান্ত বিরোধ।।ভাইয়ের বিরুদ্ধে জীবন নাশের হুমকির অভিযোগ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

গলাচিপা (পটুয়াখালী)প্রতিনিধি
গলাচিপায় কলেজ শিক্ষকের বিরুদ্ধে জীবন নাশের হুমকি, দোকান ভাংচুর, অবৈধ ভাবে জমি দখলের অভিযোগ উঠেছে উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের মাঝগ্রামের মো.ফখর উদ্দিন রাশেদ মুন্সির আপন ছোট ভাই পটুয়াখালী সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো.অলিউল ইসলামের বিরুদ্ধে। এঘটনায় রাশেদ মুন্সি তার ছোট ভাই কলেজ প্রভাষক মো.অলিউল ইসলামের বিরুদ্ধে গলাচিপা থানায় সাধারণ ডাইরি করেছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার মাঝগ্রামের বাসিন্দা মো.ফকরউদ্দিন রাশেদ মুন্সির চিকনিকান্দী ব্রীজ বাজারের মাঝগ্রাম মৌজার ৫৮১ ও ৫৮৩ খতিয়ানের ১১১১ ও ১১১০ দাগে ২.৬৫ শতাংশ জমি রয়েছে। ওই জমির পাশেই ১১১০ দাগে ফুফাতো ভাই সাইফুল ইসলামেরও ২ শতাংশ জমি রয়েছে। রাশেদ মুন্সির অভিযোগ তার ছোট ভাই পটুয়াখালী সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো.অলিউল ইসলাম ও তার ছোট দুই বোন তাছলিমা বেগম ও আকলিমা বেগম ষড়যন্ত্র করে তার ও ফুফাতো ভাইয়ের সম্পত্তি অবৈধ ভাবে দখল করেছে। রাশেদ মুন্সি বলেন, আমার ভাই ভাড়া করা সন্ত্রাসী দিয়ে মুদি দোকান ভাংচুর করে ২লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এঘটনায় আমি কোর্টে মামলা করলে আমার ভাই প্রভাব ঘাটিয়ে মামলার তদন্ত প্রতিবেদন দিতে বিলম্ব করাচ্ছে। এছাড়া গত ০৯ জুলাই রাত সাড়ে ৯টার দিকে অজ্ঞাত পরিচয়ের সন্ত্রসীরা আমাকে অকথ্য ভাষায় গালাগালি ও হত্যার উদ্দেশ্যে হুমকি দেয়। এঘটনায় গলাচিপা থানায় সাধারণ ডায়রি করা হয়েছে। প্রভাষক মো.অলিউল ইসলাম বলেন, ওই খতিয়ানে ও দাগে আমার জমি রয়েছে। দীর্ঘ দিন যাবত আমি ওই জমি ভোগ দখল করে আসছি। এ ব্যাপারে চিকনিকান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ বলেন, কিছু দিন আগে রাশেদ মুন্সি আমার কছে জমিজমা বিরোধ সংক্রান্ত একটি অভিযোগ করেছে। এছাড়া দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

সর্বশেষ