৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
তীব্র তাপদাহে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করলো আলীমাবাদ সমাজ কল্যাণ সংস্থা আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন উপজেলা নির্বাচন: ভোলার তিন উপজেলায় ৩৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ভান্ডারিয়ায় ককটেল ফাটিয়ে ও কুপিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই বরগুনায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনেই আচরণবিধি লঙ্ঘন প্রার্থীদের পাথরঘাটায় মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চিকিৎসা, ৪ জনকে শোকজ কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ডলফিন বাউফলে গর্ভে থাকা ভ্রূণ নষ্ট, স্ত্রীর স্বীকৃতি পেতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন ভোলায় পুলিশে চাকুরী দেওয়ার নামে প্রতারণা : প্রতারক আটক উপজেলা নির্বাচন : গৌরনদীতে তিন প্রার্থীর ব্যতিক্রর্মী প্রচারণা

রাজাপুরের গালুয়ায় বৃদ্ধ স্বামী স্ত্রীকে কুপিয়েছে সন্ত্রাসীরা 

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠি জেলার রাজাপুর থানাধীন গালুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বেলায়েত হোসেন (৫০)ও তার স্ত্রী ডলি বেগম (৪০) কে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার বেলা ১১ টায় দক্ষিণ কালুদাস কাঠি গ্রামের হাওলাদার বাড়ি মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। আহতরা বর্তমানে মুমূর্ষ অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা জসিম হাওলাদার তার ছাগল দিয়ে বেলায়েত হোসেনের জমির ধান খাওয়ায় ও কয়েকদিন পূর্বে বেগুন গাছ খাওয়ায় এবং ক্ষেত নষ্ট করে। এর প্রতিবাদ করলে উভয়ের মাঝে কথা কাটাকাটির সৃষ্টি হয়। এ নিয়ে দুই পক্ষের মাঝে বিরোধ চলমান ছিল। ঘটনার দিন পূর্ব পরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জসিম হাওলাদার, শামীম হাওলাদার ও তার ছেলে সহ অজ্ঞাত  ২/৩ জন সন্ত্রাসীরা ডলি বেগম এর উপরে হামলা চালায়। এ সময় তার চিৎকার শুনে স্বামী বেলায়েত হোসেন ছুটে আসলে তাকেও কুপিয়ে পিটিয়ে জখম করে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শেবাচিমে প্রেরণ করা হয়। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও আহতদের স্বজনরা আরো জানান।

সর্বশেষ