৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

উত্তর কোরিয়া আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, পূর্ব উপকূলে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে কিম জং উনের দেশ।সিএনএন জানিয়েছে, এ নিয়ে চলতি বছরেই ১৪ বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া।গত সপ্তাহেই কিম জং উন পারমাণবিক শক্তিকে ‘যতটা সম্ভব দ্রুততম গতিতে’ আরো উন্নয়নের প্রতিশ্রুতি দেন।এর মধ্যেই আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটল।

সিউলের জয়েন্ট চিফ অব স্টাফ জানায়, বুধবার স্থানীয় সময় দুপুর ১২টা ৩ মিনিটে পিয়ংইংয়ের সুনান এলাকায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা জালিয়েছে উত্তর কোরিয়া। জাপানের কোস্ট গার্ডও এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি শনাক্ত করেছে।এদিকে সম্ভাব্য খরা মোকাবিলা ও খাদ্য ঘাটতি পূরণে সরকারি-বেসরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের চাষের কাজে মাঠে নামিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।

করোনাভাইরাস মহামারি ও টাইফুনের কারণে সৃষ্ট খাদ্য সংকট পরিস্থিতির উন্নতির জন্য ব্যবস্থা নেওয়ারআহ্বান জানিয়েছেন কিম জং উন। যদিও গত বছরের শুরুর তুলনায় তাদের অবস্থা এখন কিছুটা ভালো।প্রায় প্রতি বছর খরা ও বন্যায় উত্তর কোরিয়ার কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেখানে সেচ ব্যবস্থাসহ অন্যান্য অবকাঠামোর অভাব রয়েছে। তাছাড়া বাণিজ্য প্রায় বন্ধ ও অসংখ্য আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় ভুগতে থাকা দেশটিতে যেকোনো বড় প্রাকৃতিক দুযোর্গ অর্থনীতি পঙ্গু করে দেওয়ারও আশঙ্কা রয়েছে।
সূত্র: সিএনএন।

সর্বশেষ